মেঘনা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:৩৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৯:৩৫:০৫ অপরাহ্ন
শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। মঙ্গলবার (২৭ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

সজীব ওয়াজেদ জয়সহ শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান চলছে।

এতে আরও বলা হয়, এ ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল বর্তমানে পলাতক রয়েছেন। তিনি সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

মোস্তফা কামাল দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :