​বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:২৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:২৭:২২ অপরাহ্ন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তরে প্রথমবারের মতো নিজেদের পতাকা উত্তোলনের অধিকার পেল ফিলিস্তিন। সোমবার (২৬ মে) অনুষ্ঠিত এক প্রতীকী ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সমর্থনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়, যা ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবিসি সূত্রে জানা গেছে, জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। চীন, পাকিস্তান এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনের পতাকা উত্তোলনের প্রস্তাব উত্থাপন করে। এর পক্ষে ৯৫টি দেশ সমর্থন জানায়।

অন্যদিকে, ইসরায়েল, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং জার্মানি এই প্রস্তাবের বিরোধিতা করে। ২৭টি দেশ ভোটদানে বিরত থাকে। ফলে ৯৫-৪ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়, যা ফিলিস্তিনের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন সম্প্রতি ফ্রান্সও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :