
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারসহ কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালুর দাবিতে সমাবেশ করছেন সচিবালয়ে কর্মরত সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের বাদাম তলায় এই বিক্ষোভ কর্মসূচি চলছে।এদিকে কর্মচারীদের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আজ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া সব ধরনের ভিজিটরের প্রবেশ নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের সব ফটক বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর বলেছেন, ‘আমাদের দাবি ক্লিয়ার, আর তা হলো কেবিনেটে অনুমোদন পাওয়া কালো আইন বাতিল করতে হবে।’ আজকের কর্মসূচি সাভাবিক নিয়মেই চলবে বলেও জানান তিনি।সকাল থেকেই কিছুক্ষণ পরপর সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করছে।এদিকে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য দিন এখানে পুলিশ ও এপিবিএন সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকলেও আজ মঙ্গলবার (২৭ মে) মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বোর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।
সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য সকাল ৮টা থেকে পুলিশ, এপিবিএন, বিজিবি ও সোয়াট সদস্যরা উপস্থিত হন। পরে সকাল ১০টা ২০ মিনিট থেকে তাদের সঙ্গে যুক্ত হন র্যাব সদস্যরাও। র্যাবের ডিএডি মো. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিবালয়ের নিরাপত্তার জন্য র্যাবের দুটি টিম টহলরত রয়েছে। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছি।’সচিবালয়ের মূল ফটক ছাড়াও অন্যান্য ফটকেও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূল ফটকের অপরদিকে সড়কে রাখা রয়েছে সোয়াটের আর্মড ভেহিকল। এছাড়াও পুলিশের এপিসি কারও দেখা গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
সচিবালয়ে সোয়াট ও বিজিবি মোতায়েন
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর বলেছেন, ‘আমাদের দাবি ক্লিয়ার, আর তা হলো কেবিনেটে অনুমোদন পাওয়া কালো আইন বাতিল করতে হবে।’ আজকের কর্মসূচি সাভাবিক নিয়মেই চলবে বলেও জানান তিনি।সকাল থেকেই কিছুক্ষণ পরপর সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করছে।এদিকে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য দিন এখানে পুলিশ ও এপিবিএন সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকলেও আজ মঙ্গলবার (২৭ মে) মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট ও বোর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।
সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য সকাল ৮টা থেকে পুলিশ, এপিবিএন, বিজিবি ও সোয়াট সদস্যরা উপস্থিত হন। পরে সকাল ১০টা ২০ মিনিট থেকে তাদের সঙ্গে যুক্ত হন র্যাব সদস্যরাও। র্যাবের ডিএডি মো. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিবালয়ের নিরাপত্তার জন্য র্যাবের দুটি টিম টহলরত রয়েছে। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছি।’সচিবালয়ের মূল ফটক ছাড়াও অন্যান্য ফটকেও সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূল ফটকের অপরদিকে সড়কে রাখা রয়েছে সোয়াটের আর্মড ভেহিকল। এছাড়াও পুলিশের এপিসি কারও দেখা গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
সচিবালয়ে সোয়াট ও বিজিবি মোতায়েন