
সরকারি নিষোধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। এসময় পাঁচটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কুয়াকাটা সংলগ্ন আন্ধারমানিক নদীর মোহনায় কোস্টগার্ড সদস্যদের অভিযানে রোববার (২৫ মে) শেষ বিকালে আটক হয় জেলে ও ট্রলার। রাতে চারটি ট্রলারের মাঝিদের ৩০ হাজার টাকা করে ও অপর একটি ট্রলারের মাঝিকে ২৫ হাজার টাকা মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ট্রলারে থাকা ১২ মণ সামুদ্রিক মাছ জব্দ করে দরিদ্র মানুষকে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে , সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরছিল। এসময় কোস্টগার্ডের নিয়মিত টহল দল তাদের আটক করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ পাঁচ টি ট্রলার আটক করা হয়। পরবর্তীতে তাদের এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে অবরোধ চলাকালীন আর সাগরে যাবে না মর্মে মুচলেকা দিলে ট্রলার এবং জেলেদের ছেড়ে দেওয়া হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
কোস্টগার্ড সূত্রে জানা গেছে , সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরছিল। এসময় কোস্টগার্ডের নিয়মিত টহল দল তাদের আটক করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ পাঁচ টি ট্রলার আটক করা হয়। পরবর্তীতে তাদের এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে অবরোধ চলাকালীন আর সাগরে যাবে না মর্মে মুচলেকা দিলে ট্রলার এবং জেলেদের ছেড়ে দেওয়া হয়।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে