​ বোরোর ফলনে খুশি কৃষক

আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:০৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:০৩:২৫ অপরাহ্ন
অনুকূল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে খাগড়াছড়ি জেলায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। নিজেদের শ্রমে ঘামে ফলানো ফসল কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রখর রোদ আর তীব্র গরম উপেক্ষা করে কিষাণ-কিষাণীরা ধান ঘরে তুলতে দিনরাত খেটে যাচ্ছেন। 

গত বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এ বছর সরকারিভাবে প্রান্তিক কৃষকদের বীজ, সারসহ প্রণোদনা দেয়া হয়। এতে কৃষকরা এ বছর বোরো আবাদে আরো মনোযোগী হন। এ ছাড়াও তাদের দেয়া হয় প্রদর্শনী প্লট। স্থানীয় জাতের পাশাপাশি উবসী জাতের ধান আবাদ করেছেন খাগড়াছড়ির কৃষকরা। ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যা, সার ওষুধ প্রয়োগে মাঠে তৎপর ছিলেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তারা চাষিদের মাঠ পর্যবেক্ষণ ও  নিয়মিত পরামর্শ দিয়েছেন ।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে স্থানীয় ও উবসী জাত মিলিয়ে জেলায় ১২ হাজার ৪৮৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ২২৫ মেট্রিক টন চাল। ইতোমধ্যে ৭ হাজার ৬১৯ হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম জানান, চলতি মৌসুমে খাগড়াছড়ি  জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। সরকার কৃষকদের  উৎপাদিত  ধানের ন্যায্যমূল্য নিশ্চিত  করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :