
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াত আমীর বলেন, বৈঠকে আমরা দুটো বিষয় স্পষ্ট করার কথা বলেছি। এরমধ্যে একটি হলো যে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সে সময় স্পষ্ট করতে হবে। আর অন্যটি হলো নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। প্রধান উপদেষ্টা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। তিনি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।
তিনি বলেন, সংস্কার ও বিচারের মধ্যদিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে। সে নির্বাচনে সমতল মাঠ থাকবে। অংশ নেয়াদের কাউকে কোনো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। কোনো পেশিশক্তি দেখতে হবে না। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে কয়েকবার বলেছেন তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চান। কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। এটিকে কেন্দ্র করে রোপম্যাপের দাবি এসেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
জামায়াত আমীর বলেন, বৈঠকে আমরা দুটো বিষয় স্পষ্ট করার কথা বলেছি। এরমধ্যে একটি হলো যে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সে সময় স্পষ্ট করতে হবে। আর অন্যটি হলো নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। প্রধান উপদেষ্টা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। তিনি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।
তিনি বলেন, সংস্কার ও বিচারের মধ্যদিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে। সে নির্বাচনে সমতল মাঠ থাকবে। অংশ নেয়াদের কাউকে কোনো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। কোনো পেশিশক্তি দেখতে হবে না। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে কয়েকবার বলেছেন তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চান। কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। এটিকে কেন্দ্র করে রোপম্যাপের দাবি এসেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে