ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্টান্ডার্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রবিউল হাসনাত।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.০০,০০০০,০৮৮.৩৩.০০১.১৬.৬৪) গত বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
তবে এই নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা-সমালোচনা চলছে। ডেসকো সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন প্রকৌশলী রবিউল হাসনাত। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি
ডেসকোর প্রভাবশালী বোর্ড পরিচালক ছিলেন। পরিচালক থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি কাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল।
সূত্র আরো জানায়, ২০১৯ সালের পর নসরুল হামিদ বিপুর ছোটভাই ইন্তেখাবুল হামিদ ও কেরাণীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সিন্ডিকেটের সহযোগী হয়ে তিনি রামরাজত্ব কায়েম করে অঢেল অর্থের মালিক বনে যান। বিপু সিন্ডিকেটের ছত্রছায়ায় থেকে তিনি বিদ্যুৎ বিভাগের অধিন কোম্পানিগুলোতে নিয়োগ, ঠিকাদারি কাজ, কমিশন বাণিজ্য এবং বিভিন্ন প্রকল্পে নয়ছয় করে টাকা কামিয়েছেন।
জানা যায়, প্রকৌশলী মো. রবিউল হাসনাত বিখ্যাত 'রস' মিষ্টির স্বত্বাধিকারী।
বাংলা স্কুপ/বিশেষ প্রতিবেদক/এসকে
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.০০,০০০০,০৮৮.৩৩.০০১.১৬.৬৪) গত বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
তবে এই নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা-সমালোচনা চলছে। ডেসকো সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন প্রকৌশলী রবিউল হাসনাত। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি
ডেসকোর প্রভাবশালী বোর্ড পরিচালক ছিলেন। পরিচালক থাকাকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি কাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল।
সূত্র আরো জানায়, ২০১৯ সালের পর নসরুল হামিদ বিপুর ছোটভাই ইন্তেখাবুল হামিদ ও কেরাণীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সিন্ডিকেটের সহযোগী হয়ে তিনি রামরাজত্ব কায়েম করে অঢেল অর্থের মালিক বনে যান। বিপু সিন্ডিকেটের ছত্রছায়ায় থেকে তিনি বিদ্যুৎ বিভাগের অধিন কোম্পানিগুলোতে নিয়োগ, ঠিকাদারি কাজ, কমিশন বাণিজ্য এবং বিভিন্ন প্রকল্পে নয়ছয় করে টাকা কামিয়েছেন।
জানা যায়, প্রকৌশলী মো. রবিউল হাসনাত বিখ্যাত 'রস' মিষ্টির স্বত্বাধিকারী।
বাংলা স্কুপ/বিশেষ প্রতিবেদক/এসকে