​সেনাপ্রধানের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৮:৪৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৮:৪৩:০৪ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সেনাপ্রধানের গৃহশিক্ষক ও মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (এমইএস) ঠিকাদার পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিজিবি ১১ ব্যাটালিয়ন, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটক দুই ব্যক্তি হলেন— মো. নিজাম উদ্দিন (৭১) ও মো. মেহেদী হাসান (৫৫)। নিজাম উদ্দিনের বাড়ি নোয়াখালীতে এবং মেহেদী হাসানের বাড়ি নেত্রকোনায়।

লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানান, এই দুই প্রতারক গত ২০ মে ঢাকা থেকে রাজশাহীতে এসে বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশানে অবস্থান নেন। নিজাম উদ্দিন নিজেকে সেনাপ্রধানের গৃহশিক্ষক এবং মেহেদী হাসান নিজেকে এমইএস-এর ঠিকাদার হিসেবে পরিচয় দেন। তারা স্থানীয় গরু ব্যবসায়ীদের বলেন, সেনাপ্রধান ও বিজিবির মহাপরিচালকের অনুমোদনে ভারতীয় সীমান্ত খুলে দেওয়া হবে, যার মাধ্যমে গরু আমদানি করা সম্ভব হবে। এ ছাড়া, তারা রাজশাহী সেক্টর কমান্ডারের নাম উল্লেখ করে ব্যবসায়ীদের বিভ্রান্ত করেন।

প্রতারণার মাধ্যমে তারা গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি জোড়া গরুর জন্য ৩৫ হাজার টাকা এবং ১০ হাজার গরু পারাপারের বিনিময়ে ২০ লাখ টাকা অগ্রিম দাবি করেন। বিজিবির গোয়েন্দা শাখা এ তথ্য জানতে পেরে আজ দুপুর ১২টায় হোটেল গুলশান থেকে তাদের আটক করে।

বিজিবি কর্মকর্তা আরও জানান, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঈদের মৌসুমে যাতে কোনোভাবেই ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও বিজিবি নিশ্চিত করেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :