
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত আদেশ জানাবেন আদালত। বুধবার (২১ মে) দুপুরের ১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়।
এর আগে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে এ সংক্রান্ত রিটের শুনানি হয়। পরে দুপুরের বিরতির পর আবারও বিকালে শুরু হয় শুনানি। দুইজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইসির মাধ্যমে ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত।
গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করেন আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এরপর নানা জটিলতায় ইশরাকের শপথগ্রহণ হয়নি। এ নিয়ে নগর ভবনে কদিন ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
এর আগে মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে এ সংক্রান্ত রিটের শুনানি হয়। পরে দুপুরের বিরতির পর আবারও বিকালে শুরু হয় শুনানি। দুইজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইসির মাধ্যমে ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত।
গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করেন আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এরপর নানা জটিলতায় ইশরাকের শপথগ্রহণ হয়নি। এ নিয়ে নগর ভবনে কদিন ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে