​ডেঙ্গুতে প্রাণহানি, আক্রান্ত শতাধিক

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৭:৫৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৮:১৩:৩১ অপরাহ্ন
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। ডেঙ্গুতে মৃত্যু হওয়া নারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। তার বয়স ৭১ থেকে ৭৫ বছরের মধ্যে।

মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, বরিশাল বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের দুই জন, রংপুর বিভাগের এক জন ও ময়মনসিংহ বিভাগের একজন রোগী রয়েছেন।

বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬০ দশমিক ৪ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৩৯ দশমিক ৬ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।যাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১০ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :