লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহর প্রথাগত শক্ত ঘাঁটি বিবেচিত এলাকার বাইরে তিনটি এলাকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫ জন। শনিবার (১২ অক্টোবর) এ তথ্য জানায়।
লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, নিহতের সংখ্যা পাঁচজন বেড়েছে উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের উত্তরে মায়েসরা গ্রামে ইসরাইলের হামলায় নয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় জানায় উত্তর শহর বাতরুনের নিকটবর্তী দেইর বিল্লাতে ইসরাইলি হামলায় দুইজন নিহত, চারজন আহত এবং অজ্ঞাত একজনের ‘শরীরের অঙ্গ’ পাওয়া গেছে। বারজায় হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। রাজধানীর দক্ষিণে শউফ জেলায় অভিযানের কারণে আহতের সংখ্যা আগের চেয়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
বাংলা স্কুপ/এসকে
লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, নিহতের সংখ্যা পাঁচজন বেড়েছে উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের উত্তরে মায়েসরা গ্রামে ইসরাইলের হামলায় নয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় জানায় উত্তর শহর বাতরুনের নিকটবর্তী দেইর বিল্লাতে ইসরাইলি হামলায় দুইজন নিহত, চারজন আহত এবং অজ্ঞাত একজনের ‘শরীরের অঙ্গ’ পাওয়া গেছে। বারজায় হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। রাজধানীর দক্ষিণে শউফ জেলায় অভিযানের কারণে আহতের সংখ্যা আগের চেয়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
বাংলা স্কুপ/এসকে