এনবিআর ভাগ হলেও সমস্যা হবে না রাজস্ব আদায়ে : অর্থ উপদেষ্টা

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৩:০০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৬:৪২:৩৬ অপরাহ্ন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হয়নি। এর কাজ সহজ করার জন্য দুই ভাগ করা হয়েছে। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন একই বিভাগ করতে পারে না। এনবিআর ভাগ হলেও রাজস্ব আদায়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কিছু নেই,‌ তাদের মতামত নিয়েই করা হয়েছে। তাদের কাজকে সহজ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পলিসি বিভাগ তাদের কাজ করবে। এনবিআর এর কাজ হলো বাস্তবায়ন করা, তারা সেটা করবে এখন থেকে।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয় ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। 

তিনি বলেন, এবার ধার করে কিংবা টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট করা হবে না। বাজেটের আকার ছোট না বড় হবে ক'দিন পরে জানানো হবে। এবার কোনো মেগা প্রকল্প গ্রহণ করবে না অন্তর্বর্তী সরকার।

উপদেষ্টা বলেন, আগামী বছর রাজস্ব আহরণে কোনো ঘাটতি হবে না। এ বছরের চেয়ে রাজস্ব আহরণ আরও বাড়বে। গেল বছরের চেয়ে রাজস্ব আহরণ এ বছর দুই শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১২ মে) দিনগত রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :