​ওষুধি গুণে ভরপুর স্পাইডার লিলি

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ১২:৪৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ১২:৪৯:১৩ অপরাহ্ন
বাংলাদেশের পথে-ঘাটে কিংবা বনে-জঙ্গলে ফোটে নানা রকম ফুল। এর মধ্যে কিছু ফুলের চাষ হয়, আবার কিছু ফুলের চাষের প্রয়োজন হয় না। এর মধ্যে লিলি জাতের ফুল অন্যতম। কেননা দেশে অনেক জাতের লিলি আছে। তবে বেশিরভাগ লিলির নাম বাংলায় হয় না।

‘স্পাইডার লিলি’ তাদের মধ্যে অন্যতম একটি ফুল। চমৎকার এই ফুলে হালকা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের ওষুধি গুণও আছে। উষ্ণমণ্ডলীয় দেশসমূহে এটি বাগানের শোভাবর্ধক হিসেবে লাগানো হয়।এ গাছের গোড়ায় পেঁয়াজের মতো কন্দ বা বাল্ব হয়। এর ফুল বেশ বড়, সাদা, সুগন্ধি এবং সুন্দর। এ প্রজাতির ফুল সাদা তবে আকারে ছোট এবং পাঁপড়ির নিচ হালকা বেগুনি।স্পাইডার লিলির জন্মস্থান মূলত দক্ষিণ আফ্রিকা। তবে পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশে এ ফুলের সম্প্রসারণ ঘটেছে। ফুলটির বৈজ্ঞানিক নাম Hymenocallis littoralis. আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এ ফুলের স্থানীয় নাম ‘রসুনের ফুল’ বা ‘মাকড়সার ফুল’।

স্পাইডার লিলি ওষুধ হিসেবে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। যেমন- গ্যাস্ট্রিক আলসার, ক্ষত এবং শ্বাসকষ্ট। এই ফুল গাছ ওষুধি উদ্ভিদ হিসেবে কবিরাজরা ব্যবহার করেন। কবিরাজরা লিভারের চিকিৎসায় স্পাইডার লিলি গাছের গোড়ার কন্দ ব্যবহার করেন।তবে এর সর্বাঙ্গ বিষাক্ত হওয়ায় ক্ষতিকরও বটে। বেশি মাত্রায় ব্যবহারের ফলে স্নায়ুতন্ত্রের পক্ষাঘাত এমনকি মৃত্যুর কারণও হতে পারে। স্পাইডার লিলি তার সুন্দর এবং দৃষ্টিনন্দন ফুলের কারণে জনপ্রিয় শোভাময় উদ্ভিদ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :