​ছোট ভাইয়ের বাসায় যাবেন খালেদা জিয়া

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৯:৫১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৯:৫১:১৫ অপরাহ্ন
দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় কয়েকদিন বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এখন অনেকটা সুস্থবোধ করায় আজ রাতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ভাইয়ের বাসায় যাবেন তিনি।

শনিবার (১০ মে) রাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। শামীম ইস্কান্দারের বাসাও গুলশানে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রাতে বাসভবন থেকে ভাইয়ের বাসায় যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :