কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহেল রানার জালে ধরা পড়ল ৪৬ কেজি ওজনের একটি পাখি মাছ। যদিও এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। কিন্তু জেলেরা পাখি মাছ বলে জানেন। বুধবার (৯ অক্টোবর) সকালে কুয়াকাটার মৎস্য বাজারে এ মাছটি দেখতে ভিড় জমে মানুষের। মাছটি নয় হাজার দুই শ’ টাকায় কিনেছেন হাসান নামের এক ব্যবসায়ী। সোহেল রানা জানান, স্থানীয়ভাবে এ মাছের চাহিদা কম, তাই দুই শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকে। মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো কিনারে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে।
বাংলা স্কুপ/মেজবাহউদ্দিন মাননু/এসকে
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। জেলেরা এটিকে পাখি মাছ বলে থাকে। মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো কিনারে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে।
বাংলা স্কুপ/মেজবাহউদ্দিন মাননু/এসকে