
গত জুলাইয়ে ছাত্র আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখনই নেট জগতে ভাইরাল হয়ে যান রিকশাচালক মোহাম্মদ সুজন। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। এবার তাঁকে আবারও রাস্তায় দেখা গেছে।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিকদের এক র্যালিতে মোহাম্মদ সুজনকে দেখা গেছে।
শ্রমিকদের র্যালিতে বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে একটি রিকশায় স্যালুট দেওয়া অবস্থায় দেখা যায় তাঁকে।
২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা, রিকশাওয়ালা, শ্রমিকরাও এগিয়ে আসেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এই রিকশাচালককে। এসময় তাঁর কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাখা ছিল। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিকদের এক র্যালিতে মোহাম্মদ সুজনকে দেখা গেছে।
শ্রমিকদের র্যালিতে বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে একটি রিকশায় স্যালুট দেওয়া অবস্থায় দেখা যায় তাঁকে।
২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা, রিকশাওয়ালা, শ্রমিকরাও এগিয়ে আসেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এই রিকশাচালককে। এসময় তাঁর কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাখা ছিল। মুহূর্তের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে