চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার লাভ করেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার, যুক্তরাজ্যের ডেমিস হাসাবিস এবং জন জাম্পার।
স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে সকাল ১১টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ডেভিড বেকারকে ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এই পুরস্কারের অর্ধেক এবং ‘প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য’ বাকি অর্ধেক যৌথভাবে ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
ডেভিড বেকার কীভাবে জীবন গঠনের বিল্ডিং ব্লকগুলো আয়ত্ত করতে হয় এবং সম্পূর্ণ নতুন প্রোটিন তৈরি করার ধারণা দিয়েছেন। আর ডেমিস হাসাবিস এবং জন জাম্পার সফলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় সমস্ত পরিচিত প্রোটিনের গঠনের পূর্বাভাস দিয়েছেন।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন যুক্তরাষ্ট্রের মউঙ্গি বাভেন্ডি, লুই ই ব্রাস এবং আলেক্সি একিমভক। কোয়ান্টাম ডট প্রযুক্তি আবিষ্কারের জন্য স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের এই তিন গবেষককে নোবেল দেয়া হয়।
সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়।
প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক বিভাগের বিজয়ীদের একটি স্বর্ণপদক, প্রশংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা দেওয়া হয়।
বাংলা স্কুপ/এসকে
স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে সকাল ১১টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ডেভিড বেকারকে ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এই পুরস্কারের অর্ধেক এবং ‘প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য’ বাকি অর্ধেক যৌথভাবে ডেমিস হাসাবিস এবং জন এম. জাম্পারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
ডেভিড বেকার কীভাবে জীবন গঠনের বিল্ডিং ব্লকগুলো আয়ত্ত করতে হয় এবং সম্পূর্ণ নতুন প্রোটিন তৈরি করার ধারণা দিয়েছেন। আর ডেমিস হাসাবিস এবং জন জাম্পার সফলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রায় সমস্ত পরিচিত প্রোটিনের গঠনের পূর্বাভাস দিয়েছেন।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন যুক্তরাষ্ট্রের মউঙ্গি বাভেন্ডি, লুই ই ব্রাস এবং আলেক্সি একিমভক। কোয়ান্টাম ডট প্রযুক্তি আবিষ্কারের জন্য স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের এই তিন গবেষককে নোবেল দেয়া হয়।
সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়।
প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক বিভাগের বিজয়ীদের একটি স্বর্ণপদক, প্রশংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা দেওয়া হয়।
বাংলা স্কুপ/এসকে