
মে মাস থেকে আইফোনের কয়েকটি পুরোনো মডেলে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে এই তথ্য জানিয়ে দিয়েছে মেটা অধীনস্থ জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।
যারা এখনো iPhone 5S, iPhone 6 বা iPhone 6 Plus ব্যবহার করছেন, তাদের দ্রুত ফোন পরিবর্তনের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট মহল।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, iOS 15.1 বা তার নিচের ভার্সনে চলা ফোনগুলোতে চলবে না অ্যাপটির বর্তমান সংস্করণ। কারণ iPhone 5S, 6 ও 6 Plus–এই তিনটি মডেল এখনো সেই পুরোনো সফটওয়্যারেই রয়ে গেছে এবং এর কোনও আপডেট আসার সম্ভাবনাও নেই। ফলে মে মাস থেকেই এসব ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে চ্যাট, কলসহ সবরকম ফিচার।
কীভাবে বুঝবেন আপনার ফোন ঝুঁকিতে আছে কি না
১. Settings এ যান
২. General অপশন সিলেক্ট করুন
৩. সেখানে About-এ ক্লিক করুন
৪. এরপর Software Update অপশনে গিয়ে দেখে নিন, আপনার ফোনে কোন iOS ভার্সন চলছে
আপনার ডিভাইস যদি iOS 16 বা তার উপরের ভার্সন চালায়, তাহলে চিন্তার কিছু নেই। তবে এখনো যদি iOS 15.1 বা তার নিচে থেকে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ চলবে না আগামী মাস থেকে।
কেন এই সিদ্ধান্ত
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা ও দ্রুত সেবা পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট প্রয়োজন। কিন্তু iPhone 5S, 6 এবং 6 Plus-এর ক্ষেত্রে নতুন আপডেট আর পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই এই মডেলগুলোকে বাদ দিতে হচ্ছে।
কী করবেন
যারা এখনো তিনটি মডেল ব্যবহার করছেন, তারা চাইলে দ্রুত নতুন iPhone বা হোয়াটসঅ্যাপ-সাপোর্টেড অ্যান্ড্রয়েড ডিভাইসে মাইগ্রেট করতে পারেন। অন্যথায় মে মাস থেকে হোয়াটসঅ্যাপ পুরোপুরি অচল হয়ে পড়বে তাদের ফোনে।
আপনার ফোন এই তালিকায় পড়ছে কি না, এখনই চেক করে নিন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
যারা এখনো iPhone 5S, iPhone 6 বা iPhone 6 Plus ব্যবহার করছেন, তাদের দ্রুত ফোন পরিবর্তনের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট মহল।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, iOS 15.1 বা তার নিচের ভার্সনে চলা ফোনগুলোতে চলবে না অ্যাপটির বর্তমান সংস্করণ। কারণ iPhone 5S, 6 ও 6 Plus–এই তিনটি মডেল এখনো সেই পুরোনো সফটওয়্যারেই রয়ে গেছে এবং এর কোনও আপডেট আসার সম্ভাবনাও নেই। ফলে মে মাস থেকেই এসব ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে চ্যাট, কলসহ সবরকম ফিচার।
কীভাবে বুঝবেন আপনার ফোন ঝুঁকিতে আছে কি না
১. Settings এ যান
২. General অপশন সিলেক্ট করুন
৩. সেখানে About-এ ক্লিক করুন
৪. এরপর Software Update অপশনে গিয়ে দেখে নিন, আপনার ফোনে কোন iOS ভার্সন চলছে
আপনার ডিভাইস যদি iOS 16 বা তার উপরের ভার্সন চালায়, তাহলে চিন্তার কিছু নেই। তবে এখনো যদি iOS 15.1 বা তার নিচে থেকে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপ চলবে না আগামী মাস থেকে।
কেন এই সিদ্ধান্ত
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা ও দ্রুত সেবা পৌঁছে দেওয়ার জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট প্রয়োজন। কিন্তু iPhone 5S, 6 এবং 6 Plus-এর ক্ষেত্রে নতুন আপডেট আর পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই এই মডেলগুলোকে বাদ দিতে হচ্ছে।
কী করবেন
যারা এখনো তিনটি মডেল ব্যবহার করছেন, তারা চাইলে দ্রুত নতুন iPhone বা হোয়াটসঅ্যাপ-সাপোর্টেড অ্যান্ড্রয়েড ডিভাইসে মাইগ্রেট করতে পারেন। অন্যথায় মে মাস থেকে হোয়াটসঅ্যাপ পুরোপুরি অচল হয়ে পড়বে তাদের ফোনে।
আপনার ফোন এই তালিকায় পড়ছে কি না, এখনই চেক করে নিন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে