
ইউক্রেন যুদ্ধে ফের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সরকারি টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়, ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে এ যুদ্ধে দুই পক্ষের হাজার হাজার সেনা ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।
সম্প্রতি যুদ্ধ অবসানে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিন আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগির একটি শান্তিচুক্তি হতে পারে। তবে এখনো সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে গত ১৯ এপ্রিল ইস্টার সান ডে উপলক্ষে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে উভয় পক্ষই পরে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
রাশিয়ার সরকারি টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়, ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে এ যুদ্ধে দুই পক্ষের হাজার হাজার সেনা ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।
সম্প্রতি যুদ্ধ অবসানে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিন আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগির একটি শান্তিচুক্তি হতে পারে। তবে এখনো সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে গত ১৯ এপ্রিল ইস্টার সান ডে উপলক্ষে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে উভয় পক্ষই পরে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে