
তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজ ও রসুনের দাম। রসুন প্রকারভেদে কেজি প্রতি ১০ টাকা কমে বর্তমানে ৯০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি ভাল মানের পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে নিম্নমানের পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা দরেও বিক্রি হচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
বাজারে সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারনে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে নিয়মিত বাজার মনিটরিং করলে আরও দাম কমতো বলে মনে করছেন ক্রেতারা। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, দেশের বাজার ভরা মৌসুমেও পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি। ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হওয়ার কারনে দাম বেশি মনে হচ্ছে। এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা বলা হলে দেশি পেঁয়াজের দাম কমে। এর মানে দেশের কৃষকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য নিয়মিত বাজার মনিটরিং করা দরকার। তাহলে কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে পারবেন না।
হিলি বাজারে পেঁয়াজ ও রসুন বিক্রেতা রায়হান কবির বলেন, দেশের মোকামে পেঁয়াজ এবং রসুনের সরবারহ বৃদ্ধি পেয়েছে। এর কারনে দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা এবং রসুন কেজি প্রতি ৯০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
বাজারে সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারনে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে নিয়মিত বাজার মনিটরিং করলে আরও দাম কমতো বলে মনে করছেন ক্রেতারা। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, দেশের বাজার ভরা মৌসুমেও পেঁয়াজ এবং রসুনের দাম বৃদ্ধি। ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হওয়ার কারনে দাম বেশি মনে হচ্ছে। এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা বলা হলে দেশি পেঁয়াজের দাম কমে। এর মানে দেশের কৃষকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। এই জন্য নিয়মিত বাজার মনিটরিং করা দরকার। তাহলে কোনো অসাধু ব্যবসায়ী পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে পারবেন না।
হিলি বাজারে পেঁয়াজ ও রসুন বিক্রেতা রায়হান কবির বলেন, দেশের মোকামে পেঁয়াজ এবং রসুনের সরবারহ বৃদ্ধি পেয়েছে। এর কারনে দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা এবং রসুন কেজি প্রতি ৯০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন