
কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা এমনিতেই চরমে পৌঁছেছে। সেই উত্তেজনা যেন আরও বেড়ে গেল। লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল ভারতীয়রা। তাদের হামলায় দূতাবাসের জানালার কাঁচ ভেঙে গেছে। দেয়ালে ছুড়ে মারা হয়েছ কমলার রং।
পরে হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল ভারতীয়রা। তাদের হামলায় দূতাবাসের জানালার কাঁচ ভেঙে গেছে। দেয়ালে ছুড়ে মারা হয়েছ কমলার রং।
পরে হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পর্যটকসহ ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে