
রাজধানীসহ সারাদেশের সড়কে প্রতিদিনই বাড়ছে ব্যাটারিচালিত রিকশা। অনেকে মজা করে বলেন ‘টেসলা’। এ রিকশা যেমন দুর্ঘটনা বাড়াচ্ছে, তেমনই বাড়াচ্ছে যানজট। এবার ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘টেসলা খ্যাত ব্যাটারিচালিত রিকশায় জনজীবন দুঃসহ। সরকার আত্মসমর্পণ করেছে, এদের ( ব্যাটারিচালিত রিকশা) প্রতিরোধের সময় চলে এসেছে।’
গায়কের পোস্টেকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রতিরোধ করার আগে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে’। ওই মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ আকবর। তিনি লিখেছেন, ‘এই রিকশা আসার আগে কি কর্ম ছিল?’
অন্য একজন লিখেছেন, ‘আফিস ভাই আপনিও রিকশাকে টেসলা বললেন। এই টেসলার চালকরাও আপনার গানের শ্রোতা’। ওই মন্তব্যের উত্তরে কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এসব ফালতু যুক্তি দিয়ে চলবে না’।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
রোববার (২৭ এপ্রিল) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘টেসলা খ্যাত ব্যাটারিচালিত রিকশায় জনজীবন দুঃসহ। সরকার আত্মসমর্পণ করেছে, এদের ( ব্যাটারিচালিত রিকশা) প্রতিরোধের সময় চলে এসেছে।’
গায়কের পোস্টেকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্রতিরোধ করার আগে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে’। ওই মন্তব্যের জবাব দিয়েছেন আসিফ আকবর। তিনি লিখেছেন, ‘এই রিকশা আসার আগে কি কর্ম ছিল?’
অন্য একজন লিখেছেন, ‘আফিস ভাই আপনিও রিকশাকে টেসলা বললেন। এই টেসলার চালকরাও আপনার গানের শ্রোতা’। ওই মন্তব্যের উত্তরে কণ্ঠশিল্পী লিখেছেন, ‘এসব ফালতু যুক্তি দিয়ে চলবে না’।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে