বাংলা স্কুপ, ৮ অক্টোবর:
জামিনে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর কোর্ট হাজতখানা থেকে তিনি ছাড়া পান।
এর আগে পৃথক ছয় মামলায় জামিন পান সাবের হোসেন চৌধুরী। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আদেশ দেন। আর পল্টন থানার ১টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলায় আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।
সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন জানিয়েছিলেন, আর কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। যে কোনো সময় মুক্তি পেতে পারেন তিনি।
আদালত সূত্র জানায়, দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক ছয়টি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
স্কুপ ডেস্ক/এসকে
জামিনে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর কোর্ট হাজতখানা থেকে তিনি ছাড়া পান।
এর আগে পৃথক ছয় মামলায় জামিন পান সাবের হোসেন চৌধুরী। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় জামিনের আদেশ দেন। আর পল্টন থানার ১টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলায় আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।
সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন জানিয়েছিলেন, আর কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। যে কোনো সময় মুক্তি পেতে পারেন তিনি।
আদালত সূত্র জানায়, দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক ছয়টি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
স্কুপ ডেস্ক/এসকে