
মতপার্থক্য কোনো সমস্যা নয়, বিএনপি জনগণের স্বার্থে যে কোনো ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভালো প্রস্তাব পেলে তা গ্রহণ করবে বিএনপি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত তিনি হয়ে এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অনেকে অনেক মতামত দিতেই পারে, তবে মানুষ বিএনপিতে আস্থা রাখে। কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, যতগুলো সরকার দায়িত্ব পালন করেছে তার মধ্যে ৭০ ভাগ কাজ বিএনপি করেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো না তখন বিএনপি সংস্কারের কথা বলেছে।
‘টেক ব্যাক বাংলাদেশ’ এর একটি সামান্য অংশ অর্জন হয়েছে এখনও বহু পথ বাকি, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফাকে বাস্তবায়ন করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিফলন ঘটাতে সক্ষম হবো, কিছুটা হলেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব।
তিনি যোগ করেন, সফলতা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে, অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রতিপক্ষরা দৃশ্যমান হচ্ছে, নিজেরা ঐক্যবদ্ধ না হলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব না, সব ত্যাগ বিফলে যাবে।
যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, অশুভ কিছু থাকলে দুরে সড়িয়ে দিতে হবে, বিএনপির ওপর মানুষের আস্থা যেন নষ্ট না হয়।
ভালো কিছু করার মাধ্যমে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে; ভালো কিছু অর্জন করতে যা যা প্রয়োজন করতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি নির্দেশ দলের এই শীর্ষ নেতার।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
মঙ্গলবার (২২ এপ্রিল) দেশের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত তিনি হয়ে এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অনেকে অনেক মতামত দিতেই পারে, তবে মানুষ বিএনপিতে আস্থা রাখে। কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, যতগুলো সরকার দায়িত্ব পালন করেছে তার মধ্যে ৭০ ভাগ কাজ বিএনপি করেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো না তখন বিএনপি সংস্কারের কথা বলেছে।
‘টেক ব্যাক বাংলাদেশ’ এর একটি সামান্য অংশ অর্জন হয়েছে এখনও বহু পথ বাকি, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফাকে বাস্তবায়ন করা গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিফলন ঘটাতে সক্ষম হবো, কিছুটা হলেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব।
তিনি যোগ করেন, সফলতা অর্জন করতে অনেক পরিশ্রম করতে হবে, অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রতিপক্ষরা দৃশ্যমান হচ্ছে, নিজেরা ঐক্যবদ্ধ না হলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব না, সব ত্যাগ বিফলে যাবে।
যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, অশুভ কিছু থাকলে দুরে সড়িয়ে দিতে হবে, বিএনপির ওপর মানুষের আস্থা যেন নষ্ট না হয়।
ভালো কিছু করার মাধ্যমে জনগণের কাছে পরীক্ষা দিতে হবে; ভালো কিছু অর্জন করতে যা যা প্রয়োজন করতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি নির্দেশ দলের এই শীর্ষ নেতার।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে