
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একাধিক স্থানে যানবাহন বিকল ও সড়ক দুর্ঘটনার কারণে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) ভোরে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ এবং বাউশিয়া ও বালুয়াকান্দি এলাকায় দুটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে গাড়ির জট বাড়তে থাকে। সকাল ৯টার মধ্যে যা মহাসড়কের ১০ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) ভোরে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ এবং বাউশিয়া ও বালুয়াকান্দি এলাকায় দুটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে গাড়ির জট বাড়তে থাকে। সকাল ৯টার মধ্যে যা মহাসড়কের ১০ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে