প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন মেয়র শাহাদাত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৪-২০২৫ ০৮:২০:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৪-২০২৫ ০৮:২০:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (২০ এপ্রিল) এসংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদসচিব বরাবর পাঠিয়েছে সিটি করপোরেশন-২ শাখা।
চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানের ডিও পত্রটি প্রেরণ করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। তবে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তিনটি কেন্দ্রে শূন্য ভোট দেখানোর পর ২৮টি কেন্দ্রেও তাকে শূন্য ভোট দেখানো হয়, যা অকল্পনীয়। এ মামলার রায়ে ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং রেজাউল করিমের জয় বাতিল করেন।
পরে ৮ অক্টোবর ইসি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। ৩ নভেম্বর তিনি শপথ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স