অশ্রুসিক্ত নয়নে ইউএনওকে বিদায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৪-২০২৫ ০৭:২৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৪-২০২৫ ০৭:২৯:২৯ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বরিশালের গৌরনদী উপজেলার চৌকস নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন রূপ নেয় এক আবেগঘন পরিবেশে। মানবিক এ ইউএনও’র বদলিতে সবার চোখে ছিলো বিদায়ের অশ্রু। এসময় মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে আবেগাপ্লুত দেখা যায়।
নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি মো. আবু আবদুল্লাহ খান। তিনি বলেন, গৌরনদী শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে।
একই মঞ্চে বরণ করে নেওয়া হয়েছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরিকে। নবাগত ইউএনও রিফাত আরা মৌরি শুরুতেই জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার কণ্ঠে ছিলো আত্মবিশ্বাস, চোখে ছিল উন্নয়নের স্বপ্ন। তিনি বলেন, এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি হলো মানুষের পাশে দাঁড়ানোর এক মহান সুযোগ। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা গড়বো একটি সুন্দর, উন্নত ও মানবিক গৌরনদী।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, বিদায়ী ইউএনওর সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন, ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
একইদিন বিকেলে গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স