ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৬:২২:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৭:৩৭:০১ অপরাহ্ন
​সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল
সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (২০ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে গত ২৭ মার্চ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর আবেদন করেন আইনজীবী মনির উদ্দিন।

আবেদনে বলা হয়, বিগত কয়েকদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধে অবজ্ঞা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আইনজীবী সহকারী ব্যতীত সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে বাকি সব ব্যক্তির আইডি প্রদর্শন এবং মোবাইল নম্বরসহ ব্যক্তিদের ঠিকানা, মোবাইল নম্বর, আইডি দেখে প্রবেশ করা বাধ্যতামূলক করা প্রয়োজন। আমার আশঙ্কা হচ্ছে যে, এক সময় দেশের বিভিন্ন আদালতে প্রাঙ্গণে বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। ফলে সুপ্রিম কোর্টের আঙ্গিনায় অভিনব পদ্ধতি অনুসরণ করে উক্তরূপ ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। আইনজীবী ও আইনজীবী সহকারীদের কোর্টে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি অনুসরন করা আবশ্যক। বাকি সবার ক্ষেত্রে রেজিস্ট্রার এন্ট্রি করে বিধি অনুাযয়ী কোর্টে প্রবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনির উদ্দিন।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ