ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৬ লেন সড়ক ও হাসপাতালের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০২:৫৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০২:৫৯:০৬ অপরাহ্ন
৬ লেন সড়ক ও হাসপাতালের দাবিতে মানববন্ধন সংবাদচিত্র: সংগৃহীত
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০এপ্রিল) দুপুরে নগরীর সদর রোডে ‘দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবি, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা হতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত দুই লেনের সংকীর্ণ রাস্তার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। মহাসড়কটি অত্যন্ত সরু হওয়ায় যানজটও হচ্ছে। পদ্মা সেতুর সুফল ভোগ করা যাচ্ছে না।বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি। কেননা বরিশাল বিভাগে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আজ পর্যন্ত কোনো আধুনিক হাসপাতাল গড়ে ওঠেনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ