ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দগ্ধ ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:৫৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০২:৩৭:৫৮ অপরাহ্ন
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দগ্ধ ২ সংবাদচিত্র: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই নারী দগ্ধ হয়েছেন। এর মধ্যে, এক জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ দুই নারী হলেন- লায়লা (৫০) ও ঝর্ণা (৩০)। সম্পর্কে তারা দুই বোন। তারা চট্টগ্রামের রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহ দরবার শরীফে যাচ্ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘‘ভোরে দগ্ধ দুই নারীকে চমেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে, এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’’অটোরিকশার চালক মো. জমির বলেন, ‘‘রাউজান থেকে দুই যাত্রী নিয়ে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলাম। চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুই যুবক এসে অটোরিকশাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশাটি আগুন ধরে যায়। এসময় অটোরিকশার দুই যাত্রী দগ্ধ হন।’’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ