ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​প্রথম ঘণ্টায় ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:৪৭:৩৪ অপরাহ্ন
​প্রথম ঘণ্টায় ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার ​ছবি: সংগৃহীত
দিনের শুরুতে সাবধানী ছিলেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিচ্ছিলেন না তারা। তবে বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল্য পেয়েছে জিম্বাবুয়ে। সাদমানকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙার পর আরেক ওপেনার জয়কেও প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ভিক্তর নিয়াউচি।

রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। দেখেশুনে খেলে কোন বিপদ হতে দেননি দুই ওপেনার। নতুন বলে ইনিংসের প্রথম ৬ ওভারে চার স্লিপ রেখেও চাপ তৈরি করতে পারেননি রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

তবে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন এনে সাফল‍্যের দেখা পেয়েছে সফরকারীরা। ভিক্তর নিয়াউচির চতুর্থ বলে পরাস্ত হন সাদমান। অফ স্টাম্পের বাইরের বলে একটু আগেভাগে স্ট্রেট ড্রাইভ করে ফেলায় টাইমিং হয়নি। তবে গালিতে কোন ভুল করেননি ব্রায়ান বেনেট। ২৩ বলে এক চারে ১২ রানে সাদমানের বিদায়ে ভেঙেছে ৩১ রানের উদ্বোধনী জুটি।

এক ওভার পর ফের উইকেট হারিয়েছে লাল-সবুজেরা। এবারও সেই নিয়াউচি। তার গুড লেংথের বলটিতে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল। ১৪ রানে ফিরেছেন তিনি।

বেলা সাড়ে এগারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় রান ২ উইকেটে ৩২। মুমিনুল ও শান্ত, দুজনই ক্রিজে নতুন।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ