ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁচা মরার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০২:২৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৪:৩৭:৫৫ অপরাহ্ন
বাঁচা মরার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ সংবাদচিত্র: সংগৃহীত
জিতলেই বিশ্বকাপ, এমন একটা সমীকরণ নিয়ে বাংলাদেশ আজ মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে। তবে এই ম্যাচে ব্যাটিংটা ভালো হলো না দলের। ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলের পুঁজিটা শেষমেশ উঠল মোটে ১৭৮ রানের। নারী বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকে রানে ছিলেন ব্যাটাররা। নিয়মিতই ২৫০’র বেশি রান উঠছিল, রেকর্ড হচ্ছিল। তবে শেষ দিনে এসে যেন তাল কেটে গেল দলের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে ছিল বাংলাদেশ। ২১ রানে ৩ উইকেট খুইয়ে বসে দলটা। ছন্দে থাকা নিগার সুলতানা জ্যোতির আউট নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ থেকেই যায়। ফাতিমা সানার বলে তিনি এলবিডব্লিউর শিকার হন বটে, কিন্তু খালি চোখে ইমপ্যাক্ট লাইনের বাইরেই মনে হচ্ছিল। সে ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন শারমিন সুপ্তা আর রিতু মনি। তবে সুপ্তা বিদায় নেন দলীয় ৬৫ রানে। এপাশে রিতু টিকে ছিলেন, তিনি এরপর পঞ্চম উইকেটে আরও একটা ৪৪ রানের জুটি গড়েন, সঙ্গী ছিলেন নাহিদা।

সে রিতু অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে ফেরেন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশের ইনিংস টেনেছেন ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি, ৫৩ বলে তিনি খেলেছেন ৪৪ রানের ইনিংস। তাতে শেষতক দলের পুঁজিটা দাঁড়ায় ৯ উইকেটে ১৭৮ রান। পাকিস্তানের সাদিয়া ইকবাল ২৮ রানে নেন ৩ উইকেট। ওদিকে ফাতিমা সানা ও ডায়ানা বেগ ২টি ও রামিন শামিম, নাশরা সান্ধু মিলে নেন ১টি করে উইকেট।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ