সাবেক মুখ্য সচিব ও সাবেক স্বরাষ্ট্র সচিব ৩ দিনের রিমান্ডে
আপলোড সময় :
০৭-১০-২০২৪ ০৭:৫৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৪ ০৭:৫৯:৫০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ৭ অক্টোবর:
হত্যা মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৭ অক্টোবর) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় তাদের প্রত্যেকের বিরুদ্ধে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস এ রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডে নেয়ার আদেশ দেন।
একইদিনে পৃথক এক মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রোববার দিবাগত মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে রাজধানীর বনানী থেকে আটক করে ডিবি।
বিএস/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স