ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:০৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:০৮:৩৭ অপরাহ্ন
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা আপিল বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চ দুটির তথ্য তুলে ধরা হয়েছে।এতে দেখা যায়, প্রধান বিচারপতির এজলাসে প্রথম বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

দুই নম্বর বেঞ্চে রয়েছেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।এর আগে ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ