ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​পুঠিয়ায় আগুনে পুড়েছে টিসিবির লাখ টাকার পণ্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৫:২৯:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৫:২৯:০৫ অপরাহ্ন
​পুঠিয়ায় আগুনে পুড়েছে টিসিবির লাখ টাকার পণ্য ​ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে টিসিবির প্রায় লাখ টাকার পণ্য পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে পুঠিয়া থানার সামনে পৌরসভার পুরোনো ভবনে এ ঘটনা ঘটে। এ তথ্য জানান পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন।

সরোয়ার হোসেন বলেন, পৌরসভার পুরোনো ভবনটি বর্তমানে টিসিবির পণ্য রাখার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়। ভবনটিতে টিসিবির তেল, চাল ও মসুর ডাল রাখা ছিল। আগুনে এসব পণ্য নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের একটি বৈদ্যুতিক বোর্ড এবং আশপাশে পড়ে থাকা তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরানো ভবন। সেখানে অফিসিয়াল কোনও কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ