চেকপোস্ট ব্যারাকে ফ্যানের সঙ্গে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৪-২০২৫ ০৫:০৩:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৫ ০৫:০৩:১০ অপরাহ্ন
শামীম হোসেন। ফাইল ছবি
চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, শামীম হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয়তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন সকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, শামীম নামের একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ অবস্থায় পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স