ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৮ দোকান পুড়ে ছাই

আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৩:০৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৩:০৩:০০ অপরাহ্ন
নোয়াখালীতে ৮ দোকান পুড়ে ছাই সংবাদচিত্র: সংগৃহীত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের উত্তর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ।তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, রাতের দিকে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে মুদি দোকান, চা দোকান, কাঠের সমিলসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, এতে প্রায় এক কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আরও জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কয়েকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ