সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশন এলাকা থেকে একটি বিরল প্রজাতির কাটা কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশন এলাকা থেকে একটি বিরল প্রজাতির কাটা কচ্ছপ উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কৈখালী এলাকায় নদীতে জাল ফেলে মাছ শিকার করার সময় এক জেলের জালে ওই বিরল প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে বনবিভাগের কৈখালী ফরেস্ট ও সিপিজির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় নিয়ে আসে এবং স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এটিকে খোলপাটুয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন