আগামী জুলাই মাসে নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জর্ডানে। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪ ও ইন্দোনেশিয়া ৯৪ নম্বরে আছে। আর এশিয়ান কাপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ৫৫ ও বাহরাইন আছে ৯২ নম্বরে, তুর্কমেনিস্তান ১৪১ নম্বরে।
তাই ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলেও জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৩১ মে হবে প্রথম ম্যাচ, দ্বিতীয়টি ৩ জুন। ত্রিদেশীয় সিরিজ হলেও এর কোনো ফাইনাল নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।কিরণ বলেছেন, জুলাইয়ে এএফসি উইমেন এশিয়া কাপের বাছাইপর্ব আছে। সেটাকে সামনে রেখে আমরা অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সঙ্গে প্রীতি ও প্র্যাকটিস ম্যাচ খেলার। ট্রাইনেশন একটা রেডি করতে পেরেছি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ও জর্ডানকে নিয়ে। খেলা জর্ডানে হবে। ২৭ তারিখে এখান থেকে টিম পাঠাব।
সাবিনা, ঋতুপর্ণা ও মানিকাসহ বাংলাদেশের ১০ ফুটবলার গেছেন ভুটানের লিগে খেলতে। ২৫ এপ্রিল শুরু হয়ে হয়ে লিগটি চার মাস চলবে। যে কারণে জর্ডানে ত্রিদেশীয় সিরিজের জন্য পিটার বাটলারের দলে ঋতুপর্ণাদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে কিরণ বলেন, এটা নিয়ে এখনও আলোচনা হয়নি। এটা আসলে কোচের বিষয়। এখানে আমি হস্তক্ষেপ করবো না। কোচই ব্যাপারটা দেখবে।পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করলেও এখনও বাফুফের সঙ্গে চুক্তি নবায়নের বন্দোবস্ত হয়নি বেশ কয়েকজন নারী ফুটবলারের। মাহফুজা জানিয়েছেন, ক্যাম্পে থাকা ৮ জনের সঙ্গে কার্যক্রম এগোলেও বাকি ১০ নারী ফুটবলারের সঙ্গে দ্রুতই চুক্তি শেষ করার পরিকল্পনা তাদের।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন