ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিএনপি সংস্কারের পক্ষে, তবে তা যেন হয় জনগণের সম্মতিতে’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০১:১৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০২:১৩:১৩ অপরাহ্ন
‘বিএনপি সংস্কারের পক্ষে, তবে তা যেন হয় জনগণের সম্মতিতে’ সংবাদচিত্র: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের পক্ষে। তবে আমরা শুধু একটা জিনিস বলব যে, সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও সংলাপে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া আরও আছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল, মনিরুজ্জামান খান।জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের সামনে আরেকবার দেশ গঠনের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই।’ নজরুল ইসলাম খান বলেন, অনেক লড়াইয়ে বিজয় হয়েছি, কিন্ত কোনো বিজয়ই ধরে রাখতে পারিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে? কাজেই বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দন্ত স উচ্চারণ করেননি তখন দেশনেত্রী খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন।’জাতীয় ঐকমত্য কমিশনের সনদ না হলেও বিএনপির ৩১ দফার সনদ আছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির জন্য সনদ তো আছে একটা। সংস্কারের সনদ। কাজেই আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলব যে, সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ