বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় শুরু হয় ভারী বৃষ্টি। মিরপুর মাজার রোড থেকে ছবিটি তুলেছেন খাইরুল ইসলাম রাজীব।সকালে ঢাকার আকাশ ছিলো রৌদ্রোজ্জ্বল। তবে বেলা ১১টার দিকে হঠাৎ কালো মেঘ। এর কিছুক্ষণ পর শুরু হয় ঝুম বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ পূর্বাভাসেও ঢাকায় ভারী বৃষ্টি হওয়ার কথা জানায়।
ভারী বৃষ্টির কারণে গরম থেকে মুক্তি মিললেও ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের।মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এবার বৈশাখের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। এ কারণে গরম কম। তবে এখন আর সকাল দেখে সারা দিন কেমন যাবে তা ধারণা করা যায় না। সকালে ঝকঝকে রোদ দেখে বাসা থেকে ছাতা ছাড়া বের হলাম। আর এখন ঝুম বৃষ্টি।”রায়হান সিকদার নামে আরেক চাকরিজীবী বলেন, “অফিস থেকে স্বল্প সময় ছুটি নিয়ে ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে। হঠাৎ বৃষ্টির কারণে আটকে গেছি। এমন ভারী বৃষ্টি হচ্ছে যে রিকশাতে গেলেও ভিজে যেতে হবে। তাই অপেক্ষা করছি, বৃষ্টি থামলে যাব।”
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আগামীকালও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি বাবজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।গতকাল বুধবারও বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৬০ মিলিমিটার।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন