ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে: ফারুক

আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৫:০০:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৫:০০:১৩ অপরাহ্ন
​আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে: ফারুক সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ৭ অক্টোবর: 
আওয়ামী লীগকে আবারো রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা খুব দূরে নয়। অনেক কাছে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 
সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। সে থেকে বোঝা যায়, তিনি আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজ সব মানুষের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন। দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন। সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে।
ফারুক বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন।’
অন্তবর্তী সরকারের প্রতি জনগণের এখনও কোনো অসন্তোষ না থাকলেও গত দুই মাসে কিছুই সংস্কার করতে পারেনি বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেন, জনপ্রতিনিধি ছাড়া জনগণ সংস্কার চায়। তাই জনপ্রতিনিধিরাই ঠিক করবে সংবিধান কতোটা সংশোধনের দরকার। সংস্কারের নামে অহেতুক সময়ক্ষেপণ করা যাবে না।
জয়নুল আবদীন ফারুক বলেন, জনগণের দাবি, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দিতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই অন্তর্বর্তী সরকার ওয়ান ইলেভেনের সরকার নয়। 
ফারুক বলেন, কোনো চক্র যেন সরকারকে ১/১১ সরকারের ভূমিকা নিতে না পারে সেজন্য সর্তক থাকতে হবে। সেনাবাহিনী মাঠে থাকার পরও এখনও তেমন অস্ত্র উদ্ধার হয়নি বলেও মন্তব্য করেন তিনি। 
সভায় আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীরসরফত আলী সপু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বিএস/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ