তিন মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৪-২০২৫ ০৬:০৮:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৫ ০৬:০৮:৪৮ অপরাহ্ন
ফাইল ছবি
কাপ্তাই হ্রদে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
বুধরার (১৬ এপ্রিল) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা আধীর চন্দ্র দাস, রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আ. শুক্কুরসহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় প্রতি বছরের মতো এবছরও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই তিনমাস হ্রদে মৎস্য আহরণ, বিপণন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসময় জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খান্য সহায়তা দেয়া হবে। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স