ফেনীতে হজ গমনেচ্ছুদের প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৪-২০২৫ ০৪:৫১:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৫ ০৪:৫১:১৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক সাহাবউদ্দিন। ইফা'র হিসাবরক্ষক মো. হেলালউদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানজুর আহসান, হজ্জ এজেন্সিজ এসোসিয়েশনের (হাব) যুগ্ম মহাসচিব মো. জাফর উদ্দিন, ফেনী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু, ইসলামী ব্যাংক ফেনী শাখার কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
প্রশিক্ষক ও অতিথি হিসেবে আরো ছিলেন ফেনী টঙ্গী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসানাত, ফেনী মডেল মসজিদের খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এ কে এম আবদুর রহীম, জাতীয় ইমাম সমিতি ফেনী জেলার সহ-সভাপতি মাওলানা কামরুল আহসান ভূঁইয়া।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমাদের দেশের দূত। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হবে, পরিচয় হবে। আপনাদের আচার-আচরণে তারা যেন বুঝে বাংলাদেশি মানুষগুলো ভদ্র, সভ্য, উদার। তিনি বলেন, সেখানে প্রচুর হাঁটতে হবে। তাই এখন থেকে হাঁটার অভ্যাস করতে হবে। নইলে হঠাৎ করে অনেক বেশি হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন। তিনি নিজের জন্য, দেশের জন্য ও মুসলিম উম্মাহর জন্য সকলকে দোয়া করতে অনুরোধ করেন।
উল্লেখ্য, এবার ফেনী জেলা থেকে বেসরকারিভাবে ৬৩০জন এবং সরকারিভাবে ৪ জন হজে যাবেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স