ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কলাপাড়ায় বিএনপির অফিস ও তিন দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৪:৩১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৪:৩১:৩৫ অপরাহ্ন
​কলাপাড়ায় বিএনপির অফিস ও তিন দোকান পুড়ে ছাই ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত দোকানিরা হচ্ছেন শাহাদাৎ পাহলোয়ান, ফারুক মৃধা, জালাল হাওলাদার ও আবদুল হক। এর মধ্যে একটি দোকান ঘর ইউনিয়ন বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বাকি দুটি মুদি মনোহরি ও একটি কীটনাশক বিক্রির দোকান। স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস দল সেখানে পৌঁছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আব্দুল হক ও শাহাদাৎ রুবেলের। বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান। 

উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে । 


বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ