ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০২:১১:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০২:১৪:৩৭ অপরাহ্ন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ ফাইল ছবি
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এই টেলিফোনালাপে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিভিন্ন বিষয়সহ পারস্পরিক উদ্বেগের প্রসঙ্গগুলো নিয়েও মতবিনিময় করেন। আলোচনায় অর্থনৈতিক, কূটনৈতিক ও প্রবাসীকল্যাণসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।এই টেলিফোন সংলাপকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার পথ সুগম করবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ