মেহেরপুরের বারাদি বিএডিসি বীজ উৎপাদন খামারের বৈদ্যুতিক সেচ যন্ত্রের ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা খুঁটির ওপর থেকে ৩টি ট্রান্সফরমার ও মূল্যবান মালামাল নিয়ে যায়। বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি খামার কর্তৃপক্ষের নজরে আসে। এতে খামারের ধান বীজসহ বিভিন্ন ফসল আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে।
জানা গেছে, বারাদী বীজ উৎপাদন খামারে থ্রি ফেজ বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে গভীর নলকূপ দিয়ে বীজ ফসলের সেচ কাজ করে থাকে। মঙ্গলবার রাতে একটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটি থেকে ৩টি ট্রান্সফরমার নিচে নামায় অজ্ঞাত চোরেরা। ট্রান্সফরমারের ভেতর থেকে তামার কয়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায়। পাম্প অপারেটর আব্দুর রাজ্জাক বলেন, দিন রাতে দুজন আলাদাভাবে পাম্প পাহারা দেয়। তবে রাতে দায়িত্বপ্রাপ্ত নৈশপ্রহরী আবু সাইদ সেখানে অনুপস্থিত ছিলেন। দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বলেন, খামার কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি জানার পর চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন