ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, হামলাকারীদের ধরতে নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০১:২৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৫৩:৩৭ অপরাহ্ন
শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, হামলাকারীদের ধরতে নির্দেশ ​ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছিলেন। তবে স্থানীয়ভাবে গুজব রটে যে, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি ছিল। যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

মানবেন্দ্র ঘোষ বলেন, আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করিনি। শুধুমাত্র শিল্পের প্রয়োজনে বাঘের মোটিফ বানিয়েছিলাম। এখন আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিল্পীর নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এদিকে, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’!

এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ