ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর পর স্ত্রীকে বয়কটের ঘোষণা হিরো আলমের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০১:১৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৫৩:১০ অপরাহ্ন
বাবার মৃত্যুর পর স্ত্রীকে বয়কটের ঘোষণা হিরো আলমের ​ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাবার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। এ খবর জানানোর কিছুক্ষণ পরই স্ত্রী মডেল রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি। জীবনের শেষ সময় পালক বাবার পাশে না থাকার কারণেই স্ত্রীর বিরুদ্ধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।

আবুল রাজ্জাক ছিলেন হিরো আলমের পালক বাবা। শৈশবে তার অভিভাবকত্ব নিয়েছিলেন তিনি। আর হিরো আলমের প্রকৃত বাবার মৃত্যু হয়েছে ২০১৭ সালে।

রিয়া মনির ব্যাপারে হিরো আলম খুব বেশি কথা বলেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, এ মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার তা ফেসবুকে বলেছি। আপনারা সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ৬টা ৩৫ মিনিটে বাবার মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে হিরো আলম লেখেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হসপিটালে, সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায়।’

তিনি লিখেছেন, তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে, কেউ কোনোদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে? রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেয়া গরু কোনোদিন ঘরবন্দি করে রাখা যায়? খুব শিগগিরই রিয়া মনি যে কত খারাপ, বুঝতে পারবেন আপনারা।

উল্লেখ্য, একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। এ কারণে দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরবর্তীতে রিয়া মনিকে বিয়ে করেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর জুটিবেঁধে কিছু কাজ করেছেন তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ