বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) এ রিমান্ড আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এদিন নবী নেওয়াজকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
এর আগে, শুক্রবার (১১ এপ্রিল) সাবেক এ সংসদ সদস্যকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন শনিবার (১২ এপ্রিল) তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। কিন্তু, ওইদিন মামলার মূল নথি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর রমনা থানা এলাকায় গৃহকর্মী নিজা আক্তার গুলিতে আহত হন। গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় নবী নেওয়াজ ১৭০নং এজহারনামীয় আসামি।বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঝিনাইদহ-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন নবী নেওয়াজ। বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন